কবিতা- কু— *ঝিকঝিক*
কবি - সুশান্ত পাড়ুই
*কড়কড়* বাজ পড়ে
কাঁপি *থরথর*
*চটপট* বাড়ি চল্
ঐ এলো ঝড়।
*শনশন* হাওয়া বয়
*খলখল* মাছ
*মড়মড়* করে দেখি
পড়ে যায় গাছ।
আকাশের থেকে জল
পড়ে *টুপটাপ*
*ঝমঝম* ধেয়ে এলো
ভয়ে *চুপচাপ*।
ভয়ে কাঁপি *থরথর*
মাথা *বনবন*
*টপাটপ* চলে পা
ছুটি *হনহন* ।
*লাঠিসোঁটা* নিয়ে বাবা
*রেগেমেগে* লাল
আজ পিঠে পড়বেই
*ধুপধাপ* তাল ।
ঝড় থামে রোদ পড়ে
বালি *ঝিকমিক*
ছুটে চলে রেলগাড়ি
কু— *ঝিকঝিক* ।