এক ফালি প্রেম
এক ফালি প্রেম
মোহাম্মদ সাদউদ্দিন
আকাশ থেকে খসে পড়ে এক ফালি প্রেম
মায়াহীন কপট পৃথিবীতে
সে হতে চায় প্রেমদাতা
মানুষের দ্বারে দ্বারে সে ঘুরে বেড়ায়
কোথাও সে তার প্রেমের মর্যাদা পায় না।
এখন সে আর দুপেয়ী মানুষের কাছে যায় না
দূর থেকে দূরান্তে নদী বন গাছগাছালি
আর প্রকৃতির কাছে তার প্রেম দান করে
তারা তাকে ফিরিয়ে দেয় না
এক ফালি প্রেম বাড়তে বাড়তে
পৃথিবীর বুকে তৈরি করে প্রেমের সাগর
তার এক ফালি প্রেম পৃথিবীর সেরা তাজমহল
শিরহি-ফরহাদ ইউসুফ-জুলেখা লাইলি-মজনূ
চণ্ডীদাস-রজকিনী রাধাকৃষ্ণ
অথবা সেলিম-আনারকলি।
কলকাতা, ৩১.০১.২০২৫