ধুলিয়ানের চামড়াপট্টি csp ব্যাংক, গ্রাহকদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার খবর করতে গেলে সাংবাদিককে হুমকি।
ধুলিয়ানের চামড়াপট্টি csp ব্যাংক, গ্রাহকদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার খবর করতে গেলে সাংবাদিককে হুমকি।
ধুলিয়ান পৌরসভার চামড়াপট্টি মাইদুর নামে sbi এর csp ব্যাংক চালক গ্রাহকদের কাছে থেকে প্যান কার্ড করে দেওয়ার নাম করে দুইসো টাকা ও নতুন ব্যাংকের খাতা খোলার পর পাসবুক দেওয়ার নামে ১০০ টাকা, আপটুডেটের নামে ৫০ টাকা এমন কি এ পি ডেবিট করে দেওয়া হয় বলে ৫০০ টাকা ও kyc এর নামে দুশো টাকা করে নেয় বলে জানায় অভিযোগকারী গ্রাহকরা। গ্রাহকরা জানান টাকা না দিলে পরিষেবা দেওয়া হবেনা এমনতা অবস্থায় গ্রাহক csp এর কথাই আসন্তোষ প্রকাশ করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়, তখন গ্রাহকের অভিযোগ শুনে চামড়াপট্টি sbi csp তে যায় সংবাদকর্মী, জানতে চায় ঘটনাক্রম এবং যাবতীয় বিষয়ের উপর বিবৃতি চায় csp চালক মইদুরের কাছে,বিবৃতি না দিয়ে এই খবর করলে দেখে নেওয়ার হুমকি দেয় T news বাংলার সাংবাদিককে , যাবতীয় অভিযোগ নিয়ে যায় ধুলিয়ান sbi ব্যাংকের শাখা ম্যানেজারের কাছে, তিনি আমাদের জানান যে এর প্রমাণ কী আছে, যে সমস্ত গ্রাহকরা এই অভিযোগ করছেন তা বিবৃতি দিয়েছেন তাতে তিনি অসন্তুষ্ট , গ্রাহকরা যে csp কে টাকা দিয়েছে তার প্রমাণ কী আছে যে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব।
এই ধরনের খেটে খাওয়া পরিবারের কাছে csp চালকের টাকা নেওয়ার তীব্র প্রতিবাদ জানালেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি নেতা মিলন ঘোষ, তিনি বলেন csp এর সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে শোকজ করে দেওয়া উচিৎ প্রতিবাদ জানালনে কংগ্রেসের টাউন সভাপতি বাবলু মন্ডল ও।অন্যদিকে তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনারা এর তদন্তর দাবী করেন ।