ঈদের বাজার করতে এসে পথ দুর্ঘটনায় বলি শিশু সহ ৭
করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা।
ঈদের কেনাকাটা করতে এসে টোটোর সাথে চার চাকা গাড়ির সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুসহ মোট সাতজনের। গুরুতর আহত আরো বেশ কয়েকজন। মর্মান্তিক র্ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে।
মৃতরা হলেন, তাকরিন মল্লিক, সান্তা মণ্ডল, বাড়ি নাকাশিপড়ার তেঘরি গ্রামে, পুতুল মল্লিক বাড়ি নাকাশিপাড়া, অমিত ঘোষ, রহিমা সেখ, রোহন সেখ, পারভিন বিবি সকলের বাড়ি চাপড়ার বৃত্তিহুদা গ্রামে।
জানা গেছে, মৃতরা সকলে একটি চার চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছিল। বাড়ি ফেরার পথে চালাতলা পেট্রোল পাম্পের কাছে টোটোর সাথে চার চাকা গাড়িটির সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশুসহ দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। পরে আরও চারজনের মৃত্যু হয়।
আহতদের শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার পর একটি যাত্রীবাহী বাসে করে আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিল স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চাপড়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার
পুলিশ।