শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি সিপিআই(এম এল) লিবারেশনের দাবি
শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি সিপিআই(এম এল) লিবারেশনের দাবি
--------------------------------------------------------------------
প্রেস বিবৃতি*
*****************
*রাজ্য বিধানসভায় সংখ্যালঘু বিধায়কদের বিরুদ্ধে ঘৃণাবাচন ও সাম্প্রদায়িক আস্ফালনের দায়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি দিতে হবে*।
**********************
সারা দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমান ধর্মাবলম্বীদের রমজান মাস চলাকালীন জুম্মাবারের নমাজ আদায় ও হোলি উৎসবের সমাপতনকে সামনে রেখে উত্তরপ্রদেশে বিজেপি মুখ্যমন্ত্রী এবং মধ্যপ্রদেশ, গুজরাট ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি বিধায়কদের সাম্প্রদায়িক মন্তব্য ইতিমধ্যেই দেশের বিরোধী দল ও গণতন্ত্রপ্রেমী, ধর্মনিরপেক্ষ নাগরিকদের দ্বারা কঠোরভাবে নিন্দিত হয়েছে । হোলি ও রমজান পালনের সময় খাদ্য তালিকায় নিষেধাজ্ঞা আরোপ করা ও সংখ্যালঘুদের ধর্মীয় স্থানকে ঢেকে দেওয়ার অপমানজনক মন্তব্য দেশের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতি ও সম্প্রীতির আদর্শের মূলে কুঠারাঘাত করেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি।
দাঙ্গাবাজ বিজেপি-আরএসএসের পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর এই প্রকল্পের অভ্যূদয় ঘটানো হলো আমাদের রাজ্যে। বিধানসভায় উপস্থিত সংখ্যালঘু বিধায়কদের লক্ষ্য করে বিরোধী বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক ঘৃণার উদগ্র প্রকাশ ও পেশিশক্তির আস্ফালন ধর্মনিরপেক্ষ আদর্শের নিরিখে অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য অপরাধ।
২০২৬ সালে অনুষ্ঠিতব্য রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের এই অপপ্রয়াসের আমরা তীব্র নিন্দা করি এবং শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাই।
রাজ্য কমিটি
সিপিআই (এম এল) লিবারেশন
১৪ মার্চ ২০২৫