মুম্বাই এ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল ।
মুর্শিদাবাদ নবগ্রামের হজ বিবি ডাঙ্গা অঞ্চলের দুটি গ্রামে দুটি পরিচয় শ্রমিকের মৃতদেহ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরল।
পরিবার সূত্রে জানা যায় মুম্বাইয়ে নাকপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় একটি বহু তল নির্মিত বাড়িতে সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে রবিবার ১১টার সময়ে।
মুর্শিদাবাদ জেলার নবগ্রামের হজবিবি ডাঙ্গা অঞ্চলে দু জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় যাদের নাম হলো,(১) নবগ্রাম থানার হজবিবি ডাঙ্গা অঞ্চলের হজবিবি ডাঙ্গা গ্রামের হাসিবুল শেখ রিয়াজ শেখ যার বয়স ১৮,(২) নবগ্রাম থানার হজ বিবি ডাঙ্গা অঞ্চলের সর্বনগর গ্রামের জিয়ারুল সেখ যার বয়স ৩৬.
মৃত্যুর কারণ হিসেবে জানা যায় রবিবার সেফটি ট্রাঙ্কটি পরিষ্কার করতে প্রথমে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ।
দুজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরে রাত্রিতে, এবং তাদের কবর হয় মঙ্গলবার সকাল ৮ টার দিকে বলে জানা যায়।
এইসব পরিযায়ী শ্রমিকেরা বাড়ির অর্থনৈতিক হাল ফেরানোর জন্য বাড়ি থেকে রওনা দেয় কেউ এক বছর, বা ছমাস মতো।
প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকে জানা যায় নবগ্রামের হজবিবিডাঙ্গা অঞ্চলের হজবিবি ডাঙ্গা গ্রামের হাসিবুল সেখ রিয়াজ সেখের বাড়িতে বর্তমানে আছে মা-বাবা ভাই-বোন অপর দিকে নবগ্রাম থানার হজ বিবি ডাঙ্গা অঞ্চলের সর্বনগর গ্রামের জিয়ারুল সেখের বাড়িতে রয়েছে হৃদরোগে আক্রান্ত স্ত্রী, নবালিকা দুই মেয়ে, আর বৃদ্ধ বাবা বলে জানা যায়।
এদিনে এদের মৃতদেহ বাড়িতে এলে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পরে, শোকাহত হয়ে পরে এলাকাবাসীরাও।