এক প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল উপহার দিল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।



জঙ্গিপুর :এবার জঙ্গিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাহেব বাজারের বাসিন্দা বাপ্পা শেখ নামে এক প্রতিবন্ধী যুবককে ট্রাই সাইকেল উপহার দিলো বিধায়ক জাকির হোসেন,প্রতিবন্ধী যুবক বাপ্পা শেখ চলাফেরা করতে পারছিল না, অসহায় পরিবারের একমাত্র সন্তান জন্ম থেকেই প্রতিবন্ধী, অসহায় পরিবারটির ট্রাই সাইকেল কেনার মত ক্ষমতা নেই। একটি ট্রাই সাইকেলের প্রয়োজনের কথা জানান জঙ্গিপুরের সোশ্যাল ওয়ার্কার শাহাদাত হোসেনকে। সেই কথা শাহাদাত হোসেনের মারফত জানতে পারে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তৎক্ষণিক নিজের তহবিল থেকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন শাহাদাত হোসেনের টিমকে একটি ট্রাই সাইকেল পাঠিয়ে দেয় ওই যুবকের জন্যে । মঙ্গলবার রাত্রে বিধায়ক জাকির হোসেনের কথা মত ওই যুবক কে তার বাড়ি গিয়ে ট্রাই সাইকেল পৌঁছে দেয় শাহাদাত হোসেনের টিমের সদস্যরা। বিধায়ক বলেন এলাকায় কোন প্রতিবন্ধীর ট্রাই সাইকেল এর প্রয়োজন পড়লেই সেই প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল উপহার দেওয়া হবে, বিধায়কের এই মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা, এই দিন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, তাসলীম শেখ,গুলজার শেখ,অসীম শেখ, তোতন শেখ সহ আরও অনেকেই

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url