ওড়িশায় বাংলার শ্রমিকদের উপর ধারাবাহিক হামলা পরিকল্পিত সাম্প্রদায়িক বিদ্বেষের বহিঃপ্রকাশ

 


ওড়িশায় বাংলার শ্রমিকদের উপর ধারাবাহিক হামলা পরিকল্পিত সাম্প্রদায়িক বিদ্বেষের বহিঃপ্রকাশ, কেন্দ্রের নীরবতা দেশের জন্য লজ্জাজনক: হাকিকুল ইসলাম 


গত এক বছর ধরে ওড়িশার বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া বাংলার শ্রমজীবী মানুষদের উপর বারংবার হামলা হচ্ছে। বিশেষত মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, লুট, মারধর, ঘর থেকে উৎখাত, এমনকি আধার কার্ড ছিঁড়ে ফেলার মতো ঘটনা সামনে এসেছে। শুধু আর্থিক ক্ষতিই নয়, এসব ঘটনার মধ্যে দিয়ে শ্রমিকদের সম্মান, নিরাপত্তা এবং অস্তিত্বকে আঘাত করা হচ্ছে। অনেকেই জানিয়েছেন, ধর্মীয় পরিচয় যাচাই করে তাদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এটি কেবল একটি আইন-শৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রদায়িক ঘৃণার পরিণতি।


এই প্রবণতা শুরু হয়েছে বিজেপি সরকারের শাসনকালে, এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে এমন হিংসার ঘটনা একাধিকবার ঘটেছে, আর এখন আবার তা নতুন করে ফিরে এসেছে আরও তীব্র আকারে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, কেন্দ্রীয় সরকার এবং ওড়িশা সরকারের তরফে এসব ঘটনার বিরুদ্ধে কোনও দৃশ্যমান পদক্ষেপ বা কণামাত্র উদ্বেগ প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বারবার অভিযোগ জমা পড়লেও কার্যত কোনও উদ্যোগ চোখে পড়েনি।


এসডিপিআই মনে করে, ধর্ম ও আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের উপর এ ধরনের হিংসাত্মক হামলা দেশের সংবিধানকে অপমান করার শামিল। এ দেশের মূলনীতি— একতা, ভ্রাতৃত্ববোধ, ধর্মনিরপেক্ষতা— এসবই এমন ঘটনার মাধ্যমে বারবার পদদলিত হচ্ছে। এটি শুধু এক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক নীলনকশার অঙ্গ, যার লক্ষ্য ধর্মীয় বিভাজন ও সামাজিক অস্থিরতা তৈরি করা।


এসডিপিআই দাবি জানাচ্ছে— অবিলম্বে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে ওড়িশার সমস্ত হামলার ঘটনা তদন্ত করতে হবে। যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই হিংসায় যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, আক্রান্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করাও অত্যন্ত জরুরি। দেশের সরকারের প্রতি আমাদের আহ্বান— শ্রমজীবী মানুষের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো মানুষের ধৈর্য ফুরিয়ে গেলে বৃহত্তর গণআন্দোলন অনিবার্য হয়ে উঠবে।


এসডিপিআই বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে আছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ।


হাকিকুল ইসলাম

রাজ্য সভাপতি

এসডিপিআই

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url