জন্ডিসে ভুগে সপ্তাহ দুই আগে মারা গিয়েছে বছর ১৬-র থৈবি মুখোপাধ্যায়
মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৭৪। শতাংশের বিচারে ৯৬.২৯। স্কুলের মধ্যে প্রথম। পশ্চিম বর্ধমান জেলার ছাত্রীদের মধ্যে সে সেরা। কিন্তু যে পরীক্ষার্থীকে নিয়ে পরিবারের আনন্দ করার কথা, শিক্ষক-শিক্ষিকাদের গর্বিত হওয়ার সময়, সেই পরিবার, সেই শিক্ষক-শিক্ষিকাদের চোখে জল। কারণ, জন্ডিসে ভুগে সপ্তাহ দুই আগে মারা গিয়েছে বছর ১৬-র থৈবি মুখোপাধ্যায়। শুক্রবার মাধ্যমিকের ফল বেরনোর পরে নাতনির ছবি হাতে নিয়ে হাউহাউ করে কাঁদলেন ঠাকুরদা-ঠাকুরমা। মনের কষ্টে বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়েছেন বাবা-মা।