কাবিলপুরে নদীতে তলিয়ে যাওয়া কিশোরীর দেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া




 কাবিলপুর:প্রায় ২৮ ঘণ্টার চেষ্টার পর অবশেষে উদ্ধার করা হলো কাবিলপুরে নদীতে তলিয়ে যাওয়া ১০ বছর বয়সী কিশোরী শিল্পী খাতুনের নিথর দেহ। বুধবার মামার বাড়ি বেড়াতে এসে ভাগীরথী নদীতে তলিয়ে যায় সে। এরপর থেকেই শুরু হয় তীব্র উদ্ধার তৎপরতা।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সাগরদিঘীর কাবিলপুর অঞ্চলের তেঘরীপাড়া এলাকায়। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বৃহস্পতিবার সকালে নদীতে নামানো হয় ডুবুরির দল।

প্রায় সারাদিন ধরে তল্লাশির পর, অবশেষে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ নদীর জলে ভেসে ওঠে শিল্পীর দেহ। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস গভীর ভাবে শোক প্রকাশ করেছেন পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। 

দেহ উদ্ধারের খবর এলাকায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনায় এলাকায় শোকস্তব্ধ গোটা এলাকা। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url