ধর্ম যার যার দেশ সবার সেমিনার হয়ে গেল জঙ্গিপুরে

 



জঙ্গিপুর ধুলিয়ান তথা মুর্শিদাবাদ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সম্প্রতি ঘটে যাওয়া হিংসার ঘটনায় আমরা সহানগরিক হিসেবে ভীষণভাবে উদ্বিগ্ন।

এই চরম অস্থির পরিবেশে আমরা সহানাগরিক হিসেবে সমাজের সর্বস্তরের সহ নাগরিকদের কাছে বিনীতভাবে অনুরোধ । সম্প্রীতির সাথে পাশাপাশি বসবাসের পরম্পরা কে রক্ষা করতে হবে, সমস্ত রকম প্রতিবন্ধকতা ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান করতে হবে। যে অশুভ শক্তি মানবতার মাঝে,মনুষ্যত্বের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তা প্রতিহত করতে হবে। ধর্ম বর্ণ জাত পাত লিঙ্গ নির্বিশেষে বেঁধে বেঁধে থাকতে হবে এই আহ্বান কে সামনে রেখে আজ রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে"আয় আরো বেঁধে বেঁধে থাকি" শীর্ষক গণকনভেনশন ও মৈত্রী যাত্রা অনুষ্ঠিত হয়।

কনভেনশনের শেষে একটি মৈত্রী যাত্রা সম্প্রীতির বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। এই মৈত্রী যাত্রা শহর পরিক্রমা করে। সমগ্র কর্মসূচিতে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের শুভবুদ্ধি সম্পন্ন সহ নাগরিকরা উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন বিখ্যাত সংগীত শিল্পী সুরকার গীতিকার কাজী কামাল নাসের, বিশিষ্ট সমাজকর্মী প্রগতিশীল নাট্য ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্য, বিশিষ্ট সমাজকর্মী সুমন বরণ সাহা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রদীপ সেন, প্রখ্যাত সংগীতশিল্পী রানা ধানুকা, প্রগতিশীল সহ নাগরিক হরিশ চন্দ্র দাস। পথে প্রান্তরে জাতপাতের ঊর্ধ্বে বসে সম্প্রীতির কথা বলতে উপস্থিত ছিলেন সময় বৃত্ত নাটকের দল নাটক ডাকঘর কোন জাত। 

এছাড়াও মহকুমা সহ জেলার বিভিন্ন প্রান্তের প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা চিকিৎসক কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্র-ছাত্রী ও সহ নাগরিক বৃন্দ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url