বজ্রপাতে মৃত্যু জঙ্গিপুরে
জঙ্গিপুরে : বজ্রপাতে প্রাণ গেল এক ফুটবল প্রশিক্ষকের। জানা যায় জোতকমল স্পোর্টিং ক্লাবের মাঠে প্রতিদিনের মতো ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন ফুটবলার সাবিরুল শেখ। সেখানে হঠাৎ বৃষ্টপাত শুরু হলে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় বজ্রপাত ঘটলে দুই জনের মধ্যে মৃত্যু হয় সাবিরুল সেখের(৩৮)।জানা যায় তার বাড়ি রঘুনাথগঞ্জের জঙ্গিপুরের ১১ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে। আরেকজন মাঠে চাষ করতে গিয়ে এই বজ্রপাতে মৃত্যু ঘটে নাম জয়ন্ত রায়।তার বাড়ি রঘুনাগঞ্জের বাঘা এলাকায়। আহত আরও একজন ইমরান শেখ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার ওসমানপুর এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় নেমে আসে শোকের ছায়া।