কাফনবন্দী নিথর দেহ হয়ে বাড়ি ফিরল মালদার এক পরিযায়ী শ্রমিক




 ফের ভিনরাজ্যে কাজে গিয়ে কাফনবন্দী নিথর দেহ হয়ে বাড়ি ফিরল মালদার এক পরিযায়ী শ্রমিক। ঘটনাকে ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকের ছায়া নেমে এল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাঁধা গাছ এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেখ বুলু। বয়স ৩৫ বছর। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক ছেলে। তাদের দুমুখে দুবেলা-দুমুঠো অন্ন তুলে দিতে তিনি গত চার মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে যান। সেই কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাক্টর দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর শনিবার তার নিথর দেহ কফিনবন্দী অবস্থায় গ্রামে এসে পৌঁছানো। পৌঁছানো মাত্রই বহু মানুষ সেখ বুলুকে শেষ দেখা দেখতে ভিড় জমান। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। ঘটনাকে ঘিরে গভীর বিষাদের ছায়া নেমে আসে শোভানগরের মাদিয়া বাঁধা গাছ এলাকায়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান, সেখ বুলুই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। তাই সেখ বুলুর মৃত্যুতে তার পরিবার অথৈ জলে পড়েছে। এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য-সহযোগিতার আবেদন জানাচ্ছেন। ভিনরাজ্যে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে শনিবার সাত সকালেই মাদিয়া বাঁধাগাছ গ্রামে ছুটে যান স্থানীয় জেলাপরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকি। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান। পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য-সহযোগিতা পাইয়ে দেওয়া সহ সেখ বুলুর দুই নাবালক ছেলের পড়াশোনা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাসবাণী শোনান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url