একই শাড়িতে পরকিয়া প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার।

 


একই শাড়িতে পরকিয়া প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ির ঘনার বাড়ি এলাকায়। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে পরকিয়া প্রেমে লিপ্ত ওই যুগল। দুজনেই বিবাহিত। তবুও তারা পরকিয়া প্রেমে লিপ্ত। পরকিয়া প্রেমিক যুগলের নাম আরতি বর্মন এবং খোকন বর্মন (প্রসেনজিৎ)। মৃত মহিলার স্বামী নিরোধ বর্মন সংসার বাঁচাতে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। এই সুযোগকে কাজে লাগিয়ে পরকিয়া প্রেমে লিপ্ত ওই মহিলা বলে অভিযোগ। মৃত মহিলা আরতি বর্মনের বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। কিন্তু মৃত বিবাহিত খোকন বর্মন (প্রসেনজিৎ) এর বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগরামগুড়ি এলাকায়। খোকন বর্মন পেশায় টোটোচালক। দুজনেরই স্বামী, স্ত্রী এবং দুটি করে বাচ্চা রেখে একই শাড়িতে ফাঁস লাগিয়ে পরকিয়া প্রেমিক যুগল আত্মহত্যা করে। স্থানীয় বাসিন্দা সুশীল বর্মন জানান, পরকিয়া প্রেমের জেরেই এই আত্মহত্যা। দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে লিপ্ত ওই যুগল। খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ। ঝুলন্ত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url