স্বামী স্ত্রী দুজনাই কীটনাটক খেয়ে আত্মঘাতী চেষ্টা! মৃত স্বামী
নবগ্রামে বুড়ারডাঙ্গা গ্রামের পারিপারিক অশান্তির জেরে স্বামী স্ত্রী দুজনাই কীটনাটক খেয়ে আত্মঘাতী হন স্বামী। গুরুতর অবস্থায় রয়েছেন স্ত্রী ।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে পারবারিক অশান্তির জেরে স্বামী-স্ত্রী দুজনেই কীটনাশকায় খায় বলে জানা যায় পরিবারের লোকজন তড়িঘড়ি নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এবং ডাক্তার চিকিৎসা করে স্বামী বকুলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অসুস্থ তার স্ত্রী কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ পাঠানো হয়। কি কারনে এ ঘটনা, তা এখন রহস্যমান। পারিবারিক অশান্তি না এর পেছন রয়েছে অন্য কোন কারণ সেই বিষয়ে খতিয়ে দেখছেন নবগ্রাম থানা পুলিশ।
মৃত ওই যুবককে নবগ্রাম থানায় নিয়ে আসা হয় এবং ময়না তদন্তর জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয় এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য এলাকা। শোকের ছায়া এসেছে গোটা গ্রাম।