মহারাষ্ট্রে কাজে গিয়ে নিহত হলেন এক পরিযায়ী শ্রমিক।

 


ভগবানগোলা ২ :শ্রমিকের নাম রিপন হোসেন । তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও পাড়া গ্রামের ।

পরিবার সূত্রে  জানা যাচ্ছে । গত ২৭/০৫ ২০২৫ তারিখ মঙ্গলবার মহারাষ্ট্রে সে নিহত হয়। তার পায়খানা এবং ভূমির কারণে চিকিৎসার অভাবে নিহত হয়েছেন এমনটাই বলছেন সাংবাদিকদের সামনে পরিবারের সদস্যরা ।

প্রায় চল্লিশ দিন আগে কাজে গিয়েছিলেন মহারাষ্ট্রের পুনে স্টেশনের ঢোল এলাকায় ।

সংসার চালানোর জন্য পরিবারে মা-বাবা ভাই স্ত্রী সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। পাড়ি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র ।

ইচ্ছা ছিল ঈদে এসে সকলের সঙ্গে ঈদ পালন করা ও আনন্দ ভাগ করে নেওয়া ।কিন্তু সেই আশা পূরণ হলো না ।মহারাষ্ট্রেই নিহত হলেন রিপন হোসেন ।এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া ।

পরিবারের পক্ষ থেকে সরকারি সাহায্যের আবেদন জানানো হয়েছে ।

পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্রামের প্রাক্তন মেম্বার তোজাম্মেল হক এবং গ্রামবাসীরা ।

প্রাক্তন মেম্বার তোজাম্মেল  হক  বললেন । সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা পরিবারের পাশে দাঁড়াবো ।

প্রাক্তন মেম্বার মুজাম্মেলের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়  নিহতের পরিবার কে । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url