টোটো চুরির চক্র ভাঙল পুলিশ, ১১টি টোটো উদ্ধার – জিয়াগঞ্জ থানার অভিযানে গ্রেপ্তার ৫
টোটো চুরির চক্র ভাঙল পুলিশ, ১১টি টোটো উদ্ধার – জিয়াগঞ্জ থানার অভিযানে গ্রেপ্তার ৫
গতকাল রাতে জিয়াগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর অভিযানে টোটো চুরির একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়েছে। বিএসএনআই অ্যাক্টের ধারা ৩০৩(২) অনুযায়ী মামলা নং ১২৭/২৫, অনুসারে তদন্ত চলাকালীন এই সাফল্য অর্জিত হয়।
প্রাথমিকভাবে লালগোলা থানার বলরামপুর এলাকা থেকে মিঠুন শেখ ওরফে রাহুল (পিতা: রব্বানী শেখ) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার জবানবন্দির ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে আরও চারজন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে।
এই অভিযানে এখন পর্যন্ত মোট ১১টি চুরি যাওয়া টোটো উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আরও টোটো চুরির তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আজ অভিযুক্তদের স্থানীয় আদালতে পেশ করে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে, যাতে তদন্ত আরও এগিয়ে নিয়ে গিয়ে চক্রের বাকি সদস্যদের ধরা এবং আরও টোটো উদ্ধারের ব্যবস্থা করা যায়।পুলিশের এহেন তৎপরতা প্রশংসার দাবিদার, যা এলাকায় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।