বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল খড়দহ
সূত্রে খবর পেয়ে আনুমানিক সাতটা নাগাদ উত্তর ২৪
পরগনা জেলার অন্তর্গত পানিহাটি পৌরসভার অন্তর্গত মৌলানা সেলিম রোডের বাসিন্দা নাইম আনসারীর বাড়িতে তল্লাশি ও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল খড়দহ এবং কামারহাটি থানার পুলিশ। চারটি দেশে তৈরি পাইপগান সহ চার রাউন্ড ৮ মিমি তাজা গুলি পাঁচ রাউন্ড ৩৮ টি তাজা গুলি তিন রাউন্ড ৭.৬২ মিমি তাজা গুলি এবং এক রাউন্ড ৩১৮ নাইট্রো তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ অভিযুক্ত নাইম আনসারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়। ইতিমধ্যেই কোথা থেকে এত এত পরিমান আগ্নেয়াস্ত্র এল কি কারণে এখানে রাখা ছিল সেই সমস্ত বিষয়গুলি ইতি মধ্যেই তদন্ত করে খতিয়ে দেখার চেষ্টা করছে প্রশাসন।
খড়দহ ও কামারহাটি থানার যৌথ অভিযানে বড় সাফল্য। পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মৌলানা সেলিম রোডের দুটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি। সূত্রের খবর, অভিযুক্ত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ঠ।
যদিও, এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তর দলের অন্যান্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু কে খরদহ ও কামারহাটি থানার পুলিশ। কী কারে তাদের কাছে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত কর হয়েছিল? কোথা থেকেই বা এল এই বিপুল পরিমাণে অস্ত্র। এর নেপথ্যে কী বড় কোনও চক্র। নাকি, অন্য ছক কষা হয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।