মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ তৃণমূলের

 



মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে নামল তৃণমূল। আন্দোলনের অঙ্গ হিসেবে ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার জেলা তৃণমূল নেতৃত্ব ঝলঝলিয়া এলাকায় রেলের জমিতে বসবাসকারীরা সাধারণ বাসীন্দা সহ ব্যবসায়ীদের নিয়ে ডি.আরএম অফিস ঘেরাও করেন। অফিসের সামনে দীর্ঘক্ষণ ধরে অবস্থান-বিক্ষোভ করেন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূলের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের নিয়ে অবস্থান-বিক্ষোভ করার পর একগুচ্ছ দাবীতে ডি.আর.এম সাহেবকে ডেপুটেশন দেন। ডেপুটেশনের দাবীগুলির মধ্যে মালদা জেলা ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া বন্ধ করতে হবে, মালদা থেকে নিয়মিত দিল্লিগামী ট্রেন চালানোর ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন ছাড়া রেল প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে, রেল হকারদের উপর আর.পি.এফ-এর নির্যাতন বন্ধ করতে হবে ইত্যাদি ছিল অন্যতম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url