WBCS একজিকিউটিভে রাজ্যে ১২ তম স্থান মুর্শিদাবাদের ইয়ামিন সেখের

 



WBSC- এ রাজ্যে ১২ তম স্থান, দারিদ্রতার সিঁড়ি পেরিয়ে সেরা মুর্শিদাবাদের ইয়ামিন সেখ, খুশির জোয়ার 


       WBCS একজিকিউটিভে রাজ্যে ১২ তম স্থান মুর্শিদাবাদের ইয়ামিন সেখের। গত দুদিন আগেই প্রকাশিত হয়েছে ২০২২ সালের WBCS পরীক্ষার ফলাফল। তাতেই কার্যত বাজিমাত করেছেন একেবারে দরিদ্র পরিবারে বেড়ে উঠা ২৬ বছর বয়সী ইয়ামিন সেখ। খুব দ্রুত বিডিও হতে চলেছেন এই কৃতি সন্তান। ইয়ামিন সেখের বাড়ি বহরমপুরের নিশ্চিন্তপুর। বাবা নুর ইসলাম শেখ একজন ফার্ম লেবার। মা সার্জিনা বিবি গৃহবধু। ছয় সন্তানের মধ্যে চতুর্থ ইয়ামিন।

অধ্যাবসায় আর লক্ষ্য ঠিক থাকলে একদিন স্বপ্নের সাফল্যে পৌছানো যায়।২০১৯ সালে গ্রাজুয়েশন শেষ করে উচ্চ শিক্ষায় যায়নি।WBCS ছাড়া আর কোন ভাবনা ছিল না ইয়ামিন সেখের। ২০২১ সালের WBCS পরীক্ষায় সব অতিক্রম করে ইন্টারভিউ এ বাদ পড়ে। ২০২২ সালেই লক্ষ পূরণ। ইয়ামিন সেখের সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ। খুশি পরিবার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url