পদ্মা নদীতে নিখোঁজ শিশু আরিয়ানের দেহ উদ্ধার

 *পদ্মা নদীতে নিখোঁজ শিশু আরিয়ানের দেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া*



ভগবানগোলা, মুর্শিদাবাদ | বৃহস্পতিবার, ১৫ মে: পদ্মা নদীতে নিখোঁজ আট বছরের শিশু আরিয়ান সেখ অবশেষে আর জীবিত ফিরল না। আজ সকাল সাড়ে দশটা নাগাদ বিপর্যয় মোকাবিলা দলের বাহিনীর সদস্যরা খড়িবোনা সংলগ্ন পদ্মার শাখানদী থেকে শিশুটির দেহ উদ্ধার করেন। এরপর দেহটি প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।


গতকাল দুপুরে রানিতলা থানার নসিপুর পূর্বপাড়া এলাকায় তার নানির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় ছোট্ট আরিয়ান। কৌতূহলবশত পদ্মা নদীর ধারে মাছ ধরতে গিয়ে জলে পড়ে যায় সে, এই আশঙ্কাতেই তল্লাশি চালানো হচ্ছিল। টানা একদিন ধরে চলে উদ্ধার কাজ। স্থানীয় ডুবুরি দলের পাশাপাশি বহরমপুর থেকে আসা বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা অংশ নেন এই অভিযানে।


দীর্ঘ তল্লাশির পর আজ সকালে তার নিথর দেহ মেলে। সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আরিয়ানের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন। নদীর পাড়ে ভিড় করা মানুষজনের চোখে শুধুই অশ্রু আর হৃদয়বিদারক আর্তনাদ।


পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রশাসনের তরফে মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।


এই করুণ পরিণতি যেন আর কোনও পরিবারকে দেখতে না হয়—এই প্রার্থনাই করছেন সকলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url