জঙ্গিপুর পুলিশ জেলার রক্ত দান শিবির ও রাস্তায় পথ চারীদের কিট প্রদান
জঙ্গিপুর: ১৫.০৫.২৫ তারিখ,গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ অফিস কনফারেন্স হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বিভিন্ন স্তরের পুলিশ কর্মীবৃন্দ উক্ত রক্তদান শিবিরে রক্তদান করেন। সম্মানীয় শ্রী সৈয়দ ওয়াকার রেজা,আই.পি.এস,ডিআইজি, মুর্শিদাবাদ রেঞ্জ,সম্মানীয় শ্রী অমিত কুমার সাউ,আইপিএস, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, জঙ্গিপুর পুলিশ জেলা,তৎসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকবৃন্দ উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন।অপরদিকে,
বৈশাখ মাসের প্রখর দাবদাহের হাত থেকে রক্ষা পেতে,সাধারণ পথচলতি মানুষ ক্ষণিকের স্বস্তি পেতে খুঁজে নিচ্ছেন গাছের নিচে ছায়া অথবা ঠান্ডা কোনো আশ্রয়...অথচ গ্রীষ্মের এই প্রখর তাপপ্রবাহের মধ্যেও,পথ চলতি মানুষের জীবনের সুরক্ষার জন্য কর্তব্যে অবিচল রাস্তায় নিয়োজিত ট্রাফিক পুলিশ কর্মীবৃন্দ..জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত সেই সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীদের কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে,জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ ইংরেজি ১৫.০৫.২৫ তারিখ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ছাতা, রোদ চশমা,জলের বোতল, ওআরএস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী অমিত কুমার সাউ,আইপিএস, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, জঙ্গিপুর পুলিশ জেলা,সম্মানীয় মোঃ নাসিম,অতিরিক্ত পুলিশ সুপার,হেডকোয়ার্টার,সম্মানীয় শ্রী সৌম্যজিত বরুয়া,অতিরিক্ত পুলিশ সুপার,জোনাল এবং জঙ্গিপুর পুলিশ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ।