আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার নদীয়ার এক দুষ্কৃতী
ডোমকল, মুর্শিদাবাদ :মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার নদীয়ার এক দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার প্রকাশ প্রামাণিক ওরফে কালু। গোপন সূত্রে খবর পেয়ে মুশিদাবাদের ডোমকলের আমিনাবাদ মাঠ এলাকায় অভিযান পুলিশের উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি ঘটনায় গ্রেফতার প্রকাশ প্রামাণিক ওরফে কালু। নদীয়া থেকে মুর্শিদাবাদের ডোমকল এসে কেন ঘুরাঘুরি করছিলেন? নদীয়া থেকে মুর্শিদাবাদে এসে, কি বড়সড় নাশকতার ছক কষছিলেন? তার তদন্তে ডোমকল থানার পুলিশ। ধৃতকে আজ পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়।