সামসেরগঞ্জে নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য, কৃতিদের সংবর্ধনা পুলিশের




এই বছরে নিট (NEET) পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এলাকার ১৫ জন ছাত্রছাত্রী। তাঁদের এই সাফল্যকে সম্মান জানাতে বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ পুলিশ।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ফারাক্কা সাব-ডিভিশনের এসডিপিও শেখ সামসুদ্দিন, সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, এসআই দীপক দাস, এসআই সাইফুল ইসলাম সহ থানার অন্যান্য আধিকারিক, ও উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং তাঁদের গর্বিত অভিভাবকগণ।


ফারাক্কা এসডিপিও শেখ সামসুদ্দিন তাঁর বক্তব্যে নিট উৎকীর্ণ ছেলেমেয়েদের উদ্দেশে বলেন, “তোমরা আমাদের গর্ব। সামসেরগঞ্জের মতো এলাকা থেকে এমন সাফল্য প্রমাণ করে, পরিশ্রম আর লক্ষ্য থাকলে কিছুই অসম্ভব নয়।” তিনি তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিটি ছাত্রছাত্রীকে ডাক্তারি জীবনের প্রতীক হিসেবে একটি করে স্টেথোস্কোপ উপহার হিসেবে প্রদান করা হয়। এই বিশেষ স্মারক তাঁদের আগামী চিকিৎসক জীবনের প্রথম এই প্রতীক এক অনন্য বার্তা বহন করে।

অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীরা তাঁদের প্রিয় পুলিশ আধিকারিকদের সঙ্গে স্মরণীয় গ্রুপ ফটো তোলেন — যা তাঁদের জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে যেনো স্মরণীয় হয়ে থাকে।

সামশেরগঞ্জ থানা ও জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ ছাত্রদের মনোবল কে দৃঢ় করেছে। এবং গোটা এলাকার শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়নে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url