রাস্তা সংস্কারের দাবিতে এসডিপিআই-এর পদযাত্রা ও বিডিও-কে ডেপুটেশন

 


দীর্ঘদিনের অবহেলিত কাবিলপুরের রাস্তা সংস্কারের দাবিতে এসডিপিআই-এর পদযাত্রা ও বিডিও-কে ডেপুটেশন 


মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার কাবিলপুর অঞ্চলের দীর্ঘ আট কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন এলাকাবাসী। বহুদিন ধরে এই রাস্তা PWD-র আওতায় আনার জন্য সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ একাধিকবার আবেদন করে এসেছে। যদিও জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান প্রতিশ্রুতি দিয়ে এই রাস্তা PWD-র আওতায় নেওয়ার কথা জানান, বাস্তবে রাস্তার কোনও সংস্কার কাজ শুরু হয়নি।


এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবিতে আজ, ১৬ জুন ২০২৫, সাগরদিঘী বিধানসভা সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে কাবিলপুর বটতলা মোড় থেকে সাগরদিঘী বিডিও অফিস পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ পথ পদযাত্রা করলো সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। পদযাত্রা শেষে সাগরদিঘী ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন এসডিপিআই-এর প্রতিনিধি দল।


ব্লক উন্নয়ন আধিকারিক আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু হবে। আপাতত চলাচলের সুবিধার্থে ইট-পাথরের ডাস্ট দিয়ে রাস্তার কিছুটা সংস্কার করা হবে, যাতে বর্ষার সময় পথচারীদের অসুবিধা না হয়।


এই প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি অশোক কুমার দাস ও বদরুল শেখ, সাধারণ সম্পাদক মোঃ জাইসুদ্দিন, এবং সাগরদিঘী বিধানসভা সভাপতি রুহুল আমিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url