রঘুনাথগঞ্জে গ্রেপ্তার দুই বাংলাদেশি যুবক
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রঘুনাথগঞ্জ থানার তেঘরী গ্রাম এলাকায় দুইজন সন্দেহভাজন যুবককে আটক করে তাদের পরিচয় জানতে বেরিয়ে আসে দুই জনই বাংলাদেশী যুবক ,তার পরে পুলিশ দুইজনকে গ্রেফতার করে তাদের হেফাজতে নিয়ে আজ তাদের জঙ্গিপুর আদালতে পাঁচ দিনের আবেদন চেয়ে পাঠালো পুলিশ আদালতে।পুলিশ জানিয়েছে তাদের নাম জহির রায়হান ও কাইয়ুম রেজা দুইজনের বাড়ি বাংলাদেশ জগন্নাথপুর ,থানা শিকাঞ্জ, জেলা চাপাই নবাবগঞ্জ এলাকায় ।
মঙ্গলবার গভীর রাত্রেরঘুনাথগঞ্জ থানার তেঘরী এলাকায় ঘোরাঘুরি করছিল তারা তাদের গতিবিধি ঠিক ছিল না আর তাতে সন্দেহ হয় পুলিশের তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ অনুমান পাচারের উদ্দেশ্যে ভারতে এসেছিল দুই যুবক এদের সঙ্গে ভারতের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশের।