WBCS এবং NEET পরীক্ষায় সফল শিক্ষার্থীদের জঙ্গিপুরের মঙ্গলজন নূরভবনে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা প্রদান

  



খলিলুর রহমানের উদ্যোগে জঙ্গিপুর সাংগঠনিক জেলার WBCS এবং NEET পরীক্ষায় সফল শিক্ষার্থীদের জঙ্গিপুরের মঙ্গলজন নূরভবনে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা প্রদান করা হলো।


উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান,বিশিষ্ট সমাজ সেবী আলহাজ্ব জৈদুর রহমান, মন্ত্রী আখরুজ্জামান,বিশিষ্ট শিক্ষাবিদ সোহরাব মাস্টার,বিধায়ক কানাই চন্দ্র মন্ডল,বিধায়ক মহম্মদ আলী ,বিধায়ক আশীষ মার্জিত, বিধায়ক ইমানী বিশ্বাস , বিধায়ক মনিরুল ইসলাম,NBSTC ডাইরেক্টর রাজীব হোসেন সহ বিশিষ্ট ব্যাক্তি ও কৃতি ছাত্রছাত্রী এবং অভিবাবক রা। এদিন সমস্ত অতিথি বিধায়ক ও সাংসদ খলিলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। এই সাফল্যের পিছনে বাবা মার গুরুত্ব ও শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করেন তারা। কৃতি ছাত্র-ছাত্রীদের সব রকম ভাবে নুর পরিবার পাশে থাকবেন এমনটা জানিয়েছেন নূর পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব জইদুর রহমান!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url