পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজের উপর ধ*র্ষ*ণের অভিযোগ– নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে
পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজের উপর ধ*র্ষ*ণের অভিযোগ– নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে
: তুহিনা পারভীন
সম্প্রতি মুর্শিদাবাদের এক মহিলার করা গুরুতরঅভিযোগের ভিত্তিতে, বিজেপি নেতা কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে।
এই কার্তিক মহারাজ আগে থেকেই মুসলিম বিরোধী উত্তেজনা ছড়ানোর অভিযোগে চিহ্নিত। তাকে এবছর ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রথম সারির নেতা।
রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং ভারতের বহুত্ববাদী সংবিধানকে ধ্বংস করার প্রচেষ্টা। কার্তিক মহারাজ এই রাজনীতিরই একটি মুখ। মুর্শিদাবাদ ও অন্যান্য স্থানে ঘটে চলা সাম্প্রদায়িক হিংসার পেছনেও তার নাম উঠে এসেছে একাধিকবার।
এসডিপিআই জোরালোভাবে দাবি জানাচ্ছে — অবিলম্বে কার্তিক মহারাজের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে।
বাংলা তথা দেশের মানুষকে—বিশেষ করে মা-বোনদের রক্ষা করতে হলে—RSS-বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। যে শক্তি নারীকে ‘ভোগ’-এর উপকরণ ভাবে, তাদের রাজনৈতিক মুখোশ খুলে দেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।
তুহিনা পারভীন
সদস্যা - রাজ্য কমিটি
এসডিপিআই- পশ্চিমবঙ্গ