সুতির উমরাপুরে রাস্তা কেটে পাইপলাইন, দেড় বছরেও মেরামত নয় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী,
সুতির উমরাপুরে রাস্তা কেটে পাইপলাইন, দেড় বছরেও মেরামত নয় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী,
সুতির উমরাপুর অঞ্চলে পিএইচপি (PHP) দপ্তরের উদ্যোগে প্রায় দেড় বছর আগে পাইপলাইন বসানোর জন্য কাটা হয়েছিল পিচ ও ঢালাই রাস্তা। সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল, তিন মাসের মধ্যে রাস্তা আগের মতো করে মেরামত করে দেওয়া হবে। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, রাস্তার বেহাল অবস্থাই রয়ে গেছে। ফলে বর্ষার সময় জল জমে, তৈরি হয়েছে কাদার স্তুপ — জনজীবন কার্যত বিপর্যস্ত।
স্থানীয়দের অভিযোগ,
“পাইপলাইন বসানোর সময় আমাদের বলা হয়েছিল, রাস্তা দ্রুত ঠিক করে দেওয়া হবে। এখন দেড় বছর হয়ে গেল, একটুও উন্নতি হয়নি। স্কুল, হাসপাতাল, বাজার — কোথাও যাওয়া যাচ্ছে না ঠিকমতো।”
এই পরিস্থিতির জন্য কন্ট্রাকটরকে দায়ী করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ,
“যিনি কাজের দায়িত্বে ছিলেন, তিনি তিন মাসের মধ্যে রাস্তা ঠিক করার কথা বলেছিলেন। এখন দেড় বছর হয়ে গেল, তাঁকে আর দেখা যায় না।”
এই বিষয়ে উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম বলেন,
“এই রাস্তাগুলোর অবস্থা নিয়ে আমি বহুবার পিএইচপি দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। কন্ট্রাকটরকে সরাসরি অনুরোধ করা হয়েছে, তবুও কাজ শুরু হয়নি। তিন মাসের মধ্যে মেরামতের আশ্বাস দেওয়া হলেও আজ দেড় বছর পেরিয়ে গেল।”
তিনি আরও বলেন,
“এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। স্কুলের পড়ুয়া, রোগী, অফিসগামী মানুষ সবাই সমস্যায় পড়ছেন। আমি পিএইচপি-র আধিকারিকদের অনুরোধ করব যেন জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করা হয়। না হলে জনঅসন্তোষ আরও বাড়বে।”