ক্রিকোণ প্রেমের পরিণতি হ*ত্যা হতে হলো রবিউল কে

 


লালগোলা ব্লকের দেওয়ানসরাই অঞ্চলের নদায়পুর গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর খু*নের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল সেখ (৩৫) নামে এক যুবককে নির্মমভাবে হ*ত্যা করা হয়েছে। অভিযোগের তির তাঁর স্ত্রী দেলিনা বিবি (২৮)-র দিকে।

দেলিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অন্য এক যুবক সাবিরুল সেখ-এর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। এই সম্পর্কের পথে ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী রবিউল। সেই কারণেই দেলিনা, তার প্রেমিক সাবিরুল এবং নিজের বোনকে সঙ্গে নিয়ে পরিকল্পনা করে স্বামীকে খু*ন করেন বলে দাবি মৃ*তের পরিবারের।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিন সন্তানকে রেখে এই ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়েছেন দেলিনা — এই খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে স্ত্রী দেলিনা বিবিকে পুলিশ আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দেলিনা ও সাবিরুলের ঘনিষ্ঠতা নিয়ে আগেই কানাঘুষো চলছিল, তবে কেউ ভাবেনি এমন মর্মান্তিক পরিণতি হতে পারে। রবিউলের মৃ*ত্যুতে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী।

ঘটনার তদন্তে নেমে সত্যতা বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url