রাধারঘাট-২ অঞ্চল থেকে বড়সড় রাজনৈতিক দলবদল ঘটল






২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে রাজনীতির উত্তাপ ক্রমেই চড়ছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বহরমপুর পশ্চিম ব্লকের রাধারঘাট-২ অঞ্চল থেকে বড়সড় রাজনৈতিক দলবদল ঘটল। নির্দল সদস্য পাশাপাশি কংগ্রেসের অঞ্চল সভাপতি  তৃণমূল কংগ্রেসে যোগদান ।


রাধারঘাট-২ অঞ্চল থেকে নির্দলের দুই গ্রাম পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেসের একজন অঞ্চল সভাপতি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রঘুনাথগঞ্জ উমরপুর মঙ্গলজন নূরভবনে  তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি খলিলুর রহমান।


এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন সেখ সহ ব্লক সহ  জেলা নেতৃত্বের একাধিক মুখ।


সাংসদ খলিলুর রহমান জানান, “মানুষের আস্থা এখন তৃণমূল কংগ্রেসের প্রতি। উন্নয়নের স্বার্থে এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্যই অন্য দল থেকে নেতা-কর্মীরা আমাদের দলে যোগদান করছেন । এই যোগদানের ফলে  আমাদের সংগঠনকে আরও শক্তিশালী হবে ।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url