ফের বড়সড় সাফল্য সামশেরগঞ্জ থানার পুলিশের।

 



ফের বড়সড় সাফল্য সামশেরগঞ্জ থানার পুলিশের।

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তরনপুর ধুলিয়ান টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন বলোরো গাড়ি আটক করে সামশেরগঞ্জ থানার পুলিশ। গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা।


ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আলী হোসেন (৩৮), বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় বলে জানা গেছে। শনিবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই কারবারে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url