ভেঙে পড়া কজওয়ে পরিদর্শনে জেলা পরিষদ সভাধিপতি



খবরের জেরে ভেঙে পড়া কজওয়ে পরিদর্শনে জেলা পরিষদ সভাধিপতি : সংস্কারের কাজ দ্রুত শুরু হতে চলেছে, খুশি এলাকাবাসী

বেশ কিছুদিন ধরে চলছে লাগাতার ভারী বৃষ্টি৷ তার জেরে বানভাসি অবস্থা বীরভূমের বেশ কয়েকটি অঞ্চলের। জলের তোড়ে ভেঙেছে শাল নদীর কজওয়ে। দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর ও বোধ গ্রামের শাল নদীর কজওয়ে ভেঙ্গে যাওয়ায় বিছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। সমস্যায় পড়েছেন প্রায় কুড়িটি গ্ৰামের সাধারণ মানুষ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেনর রফিউল হোসেন খান ও জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি। শীঘ্রই সংস্কার করা হবে বলে আশ্বাস দেন তাঁরা গ্ৰামবাসীদের। এরপরই একদিনের মাথায় সেই ভেঙে পড়া কজওয়ে পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। কজওয়ের অবস্থা দেখে সেখান থেকে ফোন করেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসককে। সভাধিপতির একটি ফোনেই কাজ হয়েছে বলে জানা গিয়েছে৷ সেতু সংস্কারের কাজ শুরু হতে চলেছে বলে খবর৷ এতে রীতিমতো খুশি এলাকাবাসী৷


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url