ভরতপুরে ধা*রা*লো অ*স্ত্রে*র কো*পে তৃণমূল কর্মীকে খু*ন, চাঞ্চল্য এলাকায়
ভরতপুরে ধারালো অস্ত্রের কোপে তৃণমূল কর্মীকে খুন, চাঞ্চল্য এলাকায়
মুর্শিদাবাদের ভরতপুরে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম ষষ্টি ঘোষ (৫৫)। তাঁর বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েত এলাকার সেহালাই গ্রামে। বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ শুনিয়া গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধের ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান, বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্টি ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর রাত আটটা নাগাদ তাঁদের কাছে খবর আসে যে, বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে কুয়ে নদীর বাঁধের ধারে তাঁর মৃতদেহ পড়ে আছে। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্টি ঘোষ এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। মৃতের জামাই ভীমদেব পালের দাবি, এর আগেও তাঁকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল। যদিও এই খুনের পেছনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি।