মিঠিপুরে বিএসএফের তাণ্ডব, আহত বহু গ্রামবাসী

 


মুর্শিদাবাদের মিঠিপুরে বিএসএফের তাণ্ডব, আহত বহু গ্রামবাসী — ঘটনাস্থলে এসডিপিআই প্রতিনিধি দল২৭ জুলাই, সন্ধ্যা ৮টা থেকে ৯টার মধ্যে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের মিঠিপুর অঞ্চলের সষ্টিতলা গ্রামে হঠাৎ করে তাণ্ডব চালায় বিএসএফ জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনও কারণ ছাড়াই অতর্কিতভাবে এই হামলা চালানো হয়। নারী, শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এই নির্যাতনের হাত থেকে রেহাই পাননি।

বিএসএফ-এর হামলায় আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য: ১. বুবাই সিং, ২. গোপাল সিং, ৩. পরলব দাস, ৪. রতন সরকার, ৫. জয়কুমার সাহা, 

এছাড়াও আরও অনেকে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় সুনীল কুমার প্রামাণিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রতিনিধি দলে ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোঃ জাকির হোসেন, সদস্য শহিদুল ইসলাম, রঘুনাথগঞ্জ বিধানসভা সহ সভাপতি খাইরুল আলম, সদস্য আসমাউল হক, মোঃ সানাউল্লাহ। 

প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সন্ধ্যা নাগাদ সীমান্তের কাছাকাছি বিএসএফ- পয়েন্টের কাছ দিয়ে গরু পাচারের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের যোগসাজশ রয়েছে। যাতে পাচারের সময় কেউ বাধা না দেয়, সেজন্যই গ্রামবাসীদের আতঙ্কিত করে ঘরে ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়।

SDPI-র উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, “এই অঞ্চল ব্যতীত রঘুনাথগঞ্জ থানার অধীনস্থ অন্যান্য এলাকাতেও বিএসএফ দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে। বহু নিরীহ মানুষকে পাচারকারী সন্দেহে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। কিন্তু প্রশাসনিক চাপ ও ভয়ের কারণে অধিকাংশ পরিবার FIR করতে পারেনি, বিচার তো দূরের কথা।”


তিনি আরও জানান, এই ঘটনার বিরুদ্ধে এলাকাবাসী রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিএসএফ-এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর গণআন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।



খাইরুল ইসলাম 

জেলা সম্পাদক

এসডিপিআই - উত্তর মুর্শিদাবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url