ব্রম্মানি নদীর জল বাড়ায় আতঙ্ক নবগ্রাম
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গা অঞ্চলের ব্রম্মানি নদীর জল বাড়ায় আতঙ্ক গ্রামবাসীরা।
গতকাল রাত্রে বধুরা থেকে জল ছারা হয় প্রায় ৩১হাজার কিউশেকের মতো।
সেই জল ব্রম্মানি নদীর মিল্কী গ্রামে সকাল ৬টার সময় থেকে বাড়তে থাকে।
এরফলে নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা অঞ্চলের মিল্কী, এবং তার আশপাশের গ্রামের মানুষেরা যেমন আতঙ্ক এ আছে ঠিক তেমনই রসুলপুর অঞ্চলের মানুষেরাও আতঙ্ক এ আছে, অপর দিকে আতঙ্ক এ আছে নদীর ওপারের মানুষ খড়গ্রাম ব্লকের টিঠি ডাঙ্গা, যাদবপুর, ভুস্কুলের মানুষেরাও আতঙ্ক এ আছে বলে জানা গেছে।
গ্রামের ভিতরে বালির বস্তা নিয়ে গ্রামবাসীদেরকে বাঁধ দিতে দেখা যায়।
যাতে করে বাড়িতে যাতে করে তাদের জল না ঢুকে পরে কিন্তু সেই চেষ্টা একসময় এই জলের তলায় চলে যায় কারন মিল্কী গ্রামের বাগদি পাড়াতে অনেক বাড়িতে জল ঢুকে পরে, এই দেখে বাড়ীর আসবাব পত্র গুলো বাড়ি থেকে বের করে নিয়ে নিরাপদ স্থানে রেখে আসে গ্রামবাসীরা। সেইসঙ্গে গবাদী পশুর খাবার গুলোও এই জলের টানে চলে যায়, একসময় এই গ্রামের কাঁচা বাড়ি গুলোও ভেঙে পরতে থাকে।
যদিও এডিকেশন দপ্তরের আধিকারিকেরাও সেই গ্রামে উপস্থিত হয়ে মজুত করে রাখা বালির বস্তা গুলোকে নিয়ে বাঁধের গোয়াল পড়ার স্থান গুলিতে লাগাতে থাকে বলে জানা যায়।
এই জল বারতে থাকলে নদীর বাঁধ ভেঙে সমস্যা পরবে প্রায় ৫০ থেকে ৬০ টি মৌজা এবং ৩০ থেকে ৪০ টি পরিবার বলে জানায় নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল।
সকাল থেকেই মিল্কীতে উপস্থিত ছিল নবগ্রাম থানার পুলিশ প্রশাসন ও
এই বন্যা পরিদর্শন করে যান নবগ্রাম বিধান সভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল, পূর্ত কর্মাধক্ষ হাসিবর রহমান, খড় গ্রাম ব্লকের ভূমি কর্মাধক্ষ আব্দুল কামরুজ্জামান সহ আরো অনেকে।