তৃনমূলের বুথ কনভেনারকে গু*লি করে খু*ন

 


তৃনমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন,  বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, গোষ্ঠীদ্বন্দেই খুন দাবি বিজেপির 

তৃনমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। সোমবার রাত ন'টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃনমূলের ওই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃনমূল ও বিজেপি। 


গত প্রায় এক বছর ধরে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম। গত ২ মার্চ ওই গ্রামে তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে। সেই গুলিতে এক তৃনমূল নেতা আহত হন। সেই ঘটনার ৬ মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃনমূলের স্থানীয় বুথ কনভেনার। স্থানীয়ভাবে জানা গেছে সোমবার রাত ন'টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে  বাইকে চড়ে একা সেকেন্দার খাঁ নামের ওই তৃনমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুস্কৃতিরা। সেকেন্দার খাঁ পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় মেই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url