বিজেপি ও সিপিআইএম ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান*
বিজেপি ও সিপিআইএম ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান
দিনাজপুর:* মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন অঞ্চলের বারোদুয়ারি মধুপুর এলাকায় বড়সড় রাজনৈতিক পালাবদল ঘটল। রবিবার ওই এলাকায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে শতাধিক কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সমাধান কার্যালয়ে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব ও দলের কর্মীরা। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক নিজেই।
এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন আজকের এই যোগদানে আমাদের সংঘঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আসন্ন বিধানসভা ভোটে বিরোধীরা যথেষ্ট ভয়ের সম্মুখীন হচ্ছেন। মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
তিনি আরও বলেন এবারের ভোট হবে উন্নয়নের খতিয়ান দেখে। আমি আমার বিধানসভায় প্রচুর কাজ করেছি। তবে যেটুকু কাজ বাকি আছে, সেগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। এ বিষয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে।
অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদানে তাদের কোনো প্রভাব পড়বে না। সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বও একই সুরে বলেছেন, ভোটের আগে এ ধরনের যোগদান স্বাভাবিক ঘটনা, এতে তাদের সংগঠনে কোনো ভাঙন ধরবে না।