রানীতলায় দেশি মদসহ যুবক গ্রেফতার

 রানীতলায় দেশি মদসহ যুবক গ্রেফতার



রানীতলা: আজ ভোররাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি মদসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, এসআই রবি লেপচার অভিযোগের ভিত্তিতে খবর পান যে রানীতলা থানার অন্তর্গত সিমরান ইটভাটায় অবৈধভাবে দেশি মদ বিক্রি হচ্ছে।


থানার নির্দেশে অভিযান চালিয়ে কাবাতুল্লা শেখ (২৯), পিতা কুরমান শেখ, গ্রাম ছাতাই, রানীতলা থানার বাসিন্দাকে আটক করা হয়। তল্লাশির সময় তার হাতব্যাগ থেকে মোট ২৫ বোতল (প্রতিটি ৬০০ মিলি) দেশি মদ উদ্ধার হয়।


ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে শনিবার জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url