রাস্তার বেহাল দশার প্রতিবাদে নৌকা বসিয়ে সিপিআইএমের বিক্ষোভ,
রঘুনাথগঞ্জে রাস্তার বেহাল দশার প্রতিবাদে নৌকা বসিয়ে সিপিআইএমের বিক্ষোভ, তীব্র যানজট শাহজাদপুরে
সংবাদদাতা, রাজু শেখ,রঘুনাথগঞ্জ: দীর্ঘদিন ধরে জঙ্গিপুর-লালগোলা রাজ্য সড়কের করুণ অবস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন বাম কর্মী-সমর্থকরা। রবিবার সকালে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের শাহজাদপুর ঘোষপাড়া মোড় এলাকায় সিপিআইএমের ডাকে আয়োজিত এই বিক্ষোভে নৌকা বসিয়ে রাস্তা অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়ে কর্মী-সমর্থকরা স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই ওই রাজ্য সড়কের অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্ষায় রাস্তাটি কার্যত জলে ডুবে থাকে। বড় গর্তে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ, স্কুল পড়ুয়া ও রোগীরা। অথচ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ।
বিক্ষোভস্থলে জলমগ্ন রাস্তায় বসেই সিপিআইএম নেতৃত্ব প্রতিবাদ জানান। তীব্র স্লোগান তোলেন তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে। পথ অবরোধ ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা শাহজাদপুর মোড় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন। যদিও দীর্ঘক্ষণ ধরে চলা এই আন্দোলনের জেরে নাকাল হয়ে পড়েন যাত্রীরা।
বাম নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা মেরামতের কাজ না হলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে তারা।