সামশেরগঞ্জে আইএসএফের প্রথম প্রকাশ্য সমাবেশ, উপচে পড়লো জনসমুদ্র
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) অধিকার সমাবেশ। গঙ্গা ভাঙন, এসআইআর, বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার-জুলুম, বাংলাদেশি তকমা প্রদানসহ একাধিক ইস্যুতে সরব হয় এই সমাবেশ। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক ও দলীয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর ভাষণ শুনতে সমাবেশ মঞ্চের সামনে উপচে পড়ে জনতার ভিড়। স্থানীয় নেতৃত্বের দাবি, সামশেরগঞ্জে এটাই ছিল আইএসএফের প্রথম প্রকাশ্য বৃহৎ সমাবেশ, যা এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নীতির তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন জোরদারের ডাক দেন।