পারিজাত এর অবিলম্বে গ্রেফতারের দাবি জানাল এসডিপিআই
দুর্গাপুরে হিন্দুত্ববাদীদের হামলায় আক্রান্ত গোরু ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ, মূল অভিযুক্ত পারিজাতের অবিলম্বে গ্রেফতারের দাবি এসডিপিআই-এর
৫ আগষ্ট, ২০২৫, দুর্গাপুর : গত বৃহঃবার দুর্গাপুরের জেমুয়া গ্ৰামের কয়েক জন গোরু ব্যবসায়ীকে নৃশংস ভাবে আক্রমণ ও আঘাত করার মূল পান্ডা পারিজাত এর অবিলম্বে গ্রেফতারের দাবি জানাল এসডিপিআই এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম। আজ জেমুয়া গ্ৰামে আহত ব্যক্তিদের সাথে দেখা করার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই দাবি করেন। সাত জনের এক প্রতিনিধি দলের তিনি নেতৃত্বে ছিলেন।
তিনি আরও বলেন ঘটনার সময় উপস্থিত গোরু ব্যবসায়ী চার জনের থেকে জানা যাচ্ছে তারা দীর্ঘদিনের ছোট গোরু ব্যবসায়ী। তারা দাবী করেন দু তিন ঘণ্টা ধরে আমাদেরকে নিষ্ঠুর ভাবে মারা হয়েছে। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ,জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে ।ঘটনাস্থল থেকে সামান্য দূরে থানা অথচ পুলিশ এর কোন ভূমিকা দেখা যায় নি। অথচ পুলিশ আমাদের উদ্ধার করেনি। গুন্ডারা নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নেয়। পুলিশ এখনও সে টাকা উদ্ধার করে দেয়নি। মূল আসামী পারিজাতকে এখনও গ্ৰেফতার করেনি সে বিষয়ে তীব্র ভাবে দাবী জানানো হয়।
প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কমিটির সম্পাদক মাসুদুল ইসলাম, স্থানীয় নেতৃত্ব জাভেদ বারকি, সেখ আসিফ, সেখ জাকির। মাসুদুল ইসলাম বলেন এই বিষয়ে পুলিশের আরো সচেতনভাবে দায়িত্ব পালন করা উচিত ছিল। এছাড়াও তিনি বলেন আমরা এই বিষয়ে সব রকমের সাহায্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
নির্যাতিতদের সাথে কথা বলার পর কোকওভেন থানায় যান এসডিপিআই-এর প্রতিনিধি দল। থানার আইসি মোঃ মাইনুল হক প্রতিশ্রুতি দেন ২,৩ দিনের মধ্যে মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করার।