বেলসান্ডা গ্রামের ভ*য়া*বহ অ*গ্নি*কা"ণ্ডের মৃ*ত ভজন দাসের নি*থ*র দে*হ ফিরলো গ্রামে।
বেলসান্ডা গ্রামের ভ*য়া*বহ অ*গ্নি*কা"ণ্ডের মৃ*ত ভজন দাসের নি*থ*র দে*হ ফিরলো গ্রামে।
মুর্শিদাবাদের সাগরদিঘির বেলসন্ডা গ্রামে কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে আসা ১০ জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়। আগামীকাল বহরমপুর মেডিকেল হাসপাতালে ভজন দাসের মৃত্যু হয়। ভজন দাসের মৃতদেহ ফিরল আজ গ্রামে । গ্রামবাসী ও মৃত পরিবারের একটাই প্রশ্ন সরকারের কাছে গুরুতর আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি ভজন দাদের পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়াতে হবে। এর পাশাপাশি বর্তমানে আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা ও যারা বর্তমানে এখন ভর্তি আছে হসপিটালে তারা সুচিকিৎসা পেয়ে গ্রামে ফিরতে পারে সেই ব্যবস্থার দাবি গ্রামবাসী ও মৃতের পরিবারের।