ইডিকে দেখে ছুট জীবনকৃষ্ণের, আবার ছুড়ে দিলেন মোবাইল! নর্দমা থেকে উদ্ধার,

ইডিকে দেখে ছুট জীবনকৃষ্ণের, আবার ছুড়ে দিলেন মোবাইল! নর্দমা থেকে উদ্ধার,





     মুর্শিদাবাদের  কাঁদিতে টিএমসি বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সোমবার সকালে হানা দেয় ইডি। সংস্থার আধিকারিকদের দেখে তিনি বাড়ির পিছন দিক দিয়ে পালানোর চেষ্টা করেন এবং মোবাইল ফোন ফেলে দেন ঝোপে। পরে  ঝোপ থেকেই সেই ফোন উদ্ধার করে ইডি। তাকে বাড়ির মধ্যেই জিজ্ঞাসাবাদ করে পরে অসঙ্গতি পেলে শেষে নাটকীয় ভাবে গ্রেফতার করে । একইসঙ্গে সাঁইথিয়ায় তার পিসি ও কাউন্সিলর মায়া সাহার বাড়ি, রঘুনাথগঞ্জ ২ ব্লকের পিয়ারা পুর শ্বশুরবাড়ি এবং এক ব্যাঙ্ককর্মীর বাড়িতেও চালানো হয় জোড় তল্লাশি। উল্লেখ্য  ২০২৩ সালে সিবিআই , নিয়োগ মামলায় জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল। সেবারও তিনি মোবাইলে থাকা উৎকৃষ্ট তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url