ভগিরথপুর হাসপাতাল একটি ভূতের হাসপাতাল
ভগিরথপুর হাসপাতাল একটি ভূতের হাসপাতাল ।
চারিপাশ জঙ্গলে ভরা যেন মনে হয় দেখে হাসপাতাল নয় ভূতের আবাসন। একসময় ভগিরাতপুর গ্রামীণ হাসপাতালের ছিল অনেক নাম ।থাকতেন অনেক ডাক্তার অনেক ডাক্তারদের কোয়াটার সবই প্রায় ভগ্ন দশা। এই নিয়েই উদ্বিগ্ন এলাকাবাসী। দীর্ঘ এলাকা জুড়ে চিকিৎসা করতে আসে দূর দূরান্ত থেকে রোগীরা, ভগিরথপুর হাসপাতালে ।পূর্বে শোনা গিয়েছিল এখানে পঞ্চাশ বেডের একটি হাসপাতাল নির্মাণ হবে সেসব গোল্লায় এখন দেখে মনে হয় ভূতে বাস করে হাসপাতালে। হাসপাতাল থেকে চুরি হয়েছে বিগত দিনে কম্পিউটার চুরি হয়ে যাচ্ছে একের পর এক দরজা জানালা চুরি হয়ে যাচ্ছে বেড এসব যেন নিত্যদিনের ঘটনা। হাসপাতালের প্রাচীর ভেঙে চতুর্দিক দিয়ে হচ্ছে রাস্তা গোয়ালবাড়ি হয়েছে হাসপাতালের ভিতরে এসব দেখেই অনেকেই করছে ছিঃ ছিঃ হাসপাতালকে।
এলাকাবাসীর দাবি যত তাড়াতাড়ি সম্ভব ভগীরথ পুর হাসপাতালের সংস্কার করা খুবই জরুরী ।