রেশন দুর্নীতি ঘিরে আবারো উত্তেজনা
রেশন দুর্নীতি ঘিরে আবারো উত্তেজনা, রেশনে কারচুপির অভিযোগে বিতর্কিত গোষ্ঠীর দায়িত্বে ক্ষোভ
মালবাজার:রেশন বণ্টনে আগের দুর্নীতির অভিযোগে দু’মাস সাসপেন্ড থাকার পর পুনরায় রেশন বণ্টনের দায়িত্ব পেয়েছে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের সৃষ্টি ক্লাস্টার গ্রুপ। বৃহস্পতিবার রাজা চা বাগানের পাকা লাইনে রেশন নিয়ে গেলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
গাড়ি করে চাল, চিনি, আটা এলেও কেউ রেশন নেননি। তাঁদের অভিযোগ, আগে ১৪ কেজির কুপনে ১২-১৩ কেজি আটা, ২১ কেজির কুপনে ১৯-২০ কেজি চাল, চিনিতে ওজনে কারচুপি ও টাকা ফেরতের ব্যাপারে দুর্নীতি করেছিল এই গোষ্ঠী।
১৪ মে-র বিক্ষোভ ও সংবাদমাধ্যমের রিপোর্টের পর তদন্তে গোষ্ঠীকে শোকজ করে সাসপেন্ড করা হয়। ফের সেই গোষ্ঠী রেশনে ফিরতেই আবার ক্ষোভ ছড়িয়েছে।
স্থানীয়দের দাবি, নতুন স্বনির্ভর গোষ্ঠী দিয়ে রেশন বণ্টন করতে হবে। সেই দাবিতে তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন।