রেলে কা*টা পড়ে মৃ*ত্যু এক মহিলার
ট্রেনের দরজার কাছে বসে ঘুম, হঠাৎই ঘুম ভাঙতেই স্টেশন পেরিয়ে যাচ্ছে দেখে ট্রেন থেকে তাড়াহুড়োর মধ্যে নামতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি এদিন সোমবার সকালে ব্যান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় স্টেশন এলাকায় ঘটে। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম লায়লা বিবি।( ৪১)তার বাড়ি হুগলির বলাগড়ের শ্রীপুর বাজার চাঁদরা কলোনী এলাকায়। জানা গিয়েছে প্রতিদিনই সমুদ্রগড় থেকে সবজি কিনে , ট্রেনে করে নিয়ে গিয়ে বলাগড়ে গিয়ে বেচতেন তিনি। আর পাঁচটা দিনের মতন সোমবারও ট্রেনে করে সবজি কিনতে এসে হঠাৎই ঘুম চলে আসে। ট্রেনে তার আর সেই সময় নামতে গিয়েই ট্রেন থেকে পড়ে মৃত্যু মহিলার। আজ সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কালনা মহকুমা হসপিটালের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়।