স্কুল থেকে অ*প*হ*র*ণ নাবালিকা ছাত্রী

 


স্কুল থেকে অপহরণ নাবালিকা ছাত্রী। এরপর উদ্ধার করে পুলিশ। বর্তমানে তার ঠাঁই হয়েছে হোমে। নাবালিকার, পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা। পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আতঙ্কিত নাবালিকার পরিবার। মালদা থানা এলাকার ঘটনা। 

ওই নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের একমাত্র পুত্র সন্তান মারা গিয়েছে। সেই শোক কাটতে না কাটতেই, কয়েকদিন আগেই তাদের নাবালিকা মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায়। পুলিশ চারদিন পর মেয়েটিকে উদ্ধার করে। বর্তমানে সে হোমে রয়েছে। এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ। এদিকে অভিযুক্ত লাগাতার এই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে।। তারা আতঙ্কিত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা যারা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। 

আর এই ঘটনা কিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, জেলা পুলিশ প্রশাসন তীব্র কটাক্ষ বিজেপির। নাবালিকার পরিবারে পাশে থাকার আশ্বাস। অভিযুক্তদের গ্রেপ্তার না হলে আন্দোলনের নামার হুমকি বিজেপি নেতৃত্ব। 

বিজেপি শাসিত রাজ্যের সবচেয়ে বেশী নারী নির্যাতন হয় পাল্টা কটাক্ষ তৃণমূলের। ওই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url