শ্যামল শীল কে দু’ রাউন্ড কার্তুজ সমেত যুবককে গ্রেফতার

  মালদা, ৪ সেপ্টেম্বর:


      মালদা থানার বড়সড় সাফল্য। পাইপগান ও দু’ রাউন্ড কার্তুজ সমেত এক যুবককে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার সাহাপুর এলাকার দিলালপাড়া থেকে ধৃতকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম শ্যামল শীল। সে পুরাতন মালদা ব্লকের মালদা থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই পুলিশের এই অভিযান। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অসৎ উদ্দেশ্যে সে ওই আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল। তবে বড় ধরনের কোন ঘটনার আগে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও দু’ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। জানা গেছে, এর আগেও সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ নিয়ে চলতি বছরে মালদা থানার হাতে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।


শুক্রবার দুপুরে ধৃতকে জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, কিংবা এর পিছনে বড় কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url