সাংবাদিকদের প্রাণনাশের হুমকি! দুর্নীতি ঢাকতে দাদাগিরি মোরগ্রাম পঞ্চায়েতে




মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:

মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর তুলতে গিয়ে সাংবাদিকরা পেলেন প্রাণনাশের হুমকি। অভিযোগ, পঞ্চায়েত প্রধান তানজেরা বিবির স্বামী অসিকুল আলম সাংবাদিকদের ঘরে আটকে অকথ্য গালিগালাজ করে বলেন—“এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি।”


অভিযোগ, ওয়ারিশ সার্টিফিকেটে ৩০০ টাকা, জন্মসনদ-সহ একাধিক সরকারি পরিষেবায় অবৈধ টাকা আদায় হচ্ছে। এছাড়াও পঞ্চায়েতের দশটি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে।


শুক্রবার ফের ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা দেখেন প্রধানের চেয়ারে বসে আছেন অসিকুল আলম নিজেই। প্রশ্ন করতেই সাংবাদিকদের ওপর চড়াও হন, একজনের ক্যামেরা কেড়ে নিয়ে হেনস্থা করেন।


ঘটনার পর ১০ জন সাংবাদিক মিলে সাগরদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ—“ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url